ই-পর্চা - অনলাইনে উত্তলন করুন জমির পর্চা খতিয়ান eporcha.gov.bd ভূমি মন্ত্রণালয়-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ভূমি মন্ত্রনালয়ের সাম্প্রতিক প্রকাশিত ওয়েবসাইট www.eporcha.gov.bd থেকে জেনে নিতে পারবেন ভূমি সংক্রান্ত যেকোন তথ্য। ভূমি সংক্রান্ত যেকোন সেবা অনলাইনেই গ্রহণ করা সম্ভব। অনলাইনে সেবা গ্রহণ করতে দালাল বা মধ্যস্থতাকারীর প্রয়োজন পড়ে না ফলে দীর্ঘসূত্রিতা নেই। সিএস, এস এ, আরএস ও পর্চা, খতিয়ান দেখতে পারবেন ও খতিয়ানের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। খতিয়ানের সার্টিফাইড কপিও উত্তোলন করতে পারবেন।
অনলাইনে জমির মালিকানা যাচাই
অনলাইনে জমির মালিকানা যাচাই করা জমি ক্রয় করা ইচ্ছুক ব্যক্তিদের জন্য অনেক সহজ করে দিয়েছে। এতে করে প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যায়। মোবাইল কিংবা পিসিতে দাগ নাম্বার দিলেই কিংবা খতিয়ান নাম্বার টাইপ করেই জমির মালিকদের নাম দেখা যাবে। এজন্য ব্রাউজারে গিয়ে টাইপ করুন www.eporcha.gov.bd এরপর নিচের মতো পৃষ্ঠা আসবে। অথবা উপরের খতিয়ান অনুসন্ধান কিংবা নাগরিক কর্নার বাটনে ক্লিক করেও পৃষ্ঠাটি আনতে পারেন। এরপর নিয়ম অনুযায়ী ঘরগুলো পূৰ্ণ করুন। কিভাবে করবেন তা নীচে দেখিয়ে দেয়া হলো।
বিভাগ নির্বাচন:
এই অপশনে আপনার বিভাগের নাম দিন। আপনি যেই এলাকায় জমি কিনতে চান বা জমির পর্চা খতিয়ান দেখতে চান সেই এলাকা যেই বিভাগে পড়েছে তা নির্বাচন করুন।
জেলা নির্বাচন:
আপনার নির্ধারিত এলাকা যেই জেলার মধ্যে সেই জেলার নাম লিখুন।
উপজেলা নির্বাচন:
আপনার পছন্দসই এলাকাটি একটি উপজেলায় অবস্থিত। সেই উপজেলার নাম লিখুন।
মৌজা নির্বাচন:
আপনার নির্বাচিত এলাকাটি যেই মৌজায় পরে সেই মৌজার নাম লিখুন।
খতিয়ান টাইপ নির্বাচন:
আপনার খতিয়ানটি বিএস, সিএস, বিআরএস, আরএস, এসএ, পেটি, দিয়ারা যেই টাইপের হবে সেটি নির্বাচন করুন।
খতিয়ান নং:
খতিয়ান নাম্বার দিয়ে জমির মালিকদের নাম বের করুন। আপনি যদি খতিয়ান নাম্বারের মাধ্যমে জমির মালিকদের নাম জানতে চান তবে খতিয়ান নাম্বারটি লিখুন।
দাগ নাম্বার:
দাগ নাম্বার দিয়ে জমির মালিকদের নাম বের করুন। আপনার কাছে যদি খতিয়ান নাম্বার না থাকে তবে আপনি দাগ নাম্বার দিয়ে মালিকানা যাচাই করতে পারবেন।
মালিকানা নাম:
আপনি মালিকানা নাম দিয়েও তার কোন কোন দাগে জমি আছে তা বের করতে পারবেন।
পিতা/স্বামীর নাম:
মালিকানা নাম দিয়ে তার কোন কোন দাগে জমি আছে তা বের করতে মালিকানা নামের সাথে পিতা বা স্বামীর নাম দিতে হবে।
ক্যাপচা কোড:
এবার যেই ক্যাপচা কোডটি দেয়া আছে সেটি হুবহু লিখুন।
অনুসন্ধান করুন:
উপরের সবগুলো কাজ সমাপ্ত হলে অনুসন্ধান করুন এ ক্লিক করুন।
এভাবেই আপনি সহজেই মালিকের নাম বের করতে পারবেন।
অনলাইন পর্চা খতিয়ানের জন্য ও খতিয়ানের সার্টিফাইড কপির জন্য আবেদন করুন
বিভাগ নির্বাচন:
আপনার বিভাগের নাম দিন। আপনি যেই এলাকায় জমি কিনতে চান সেটি যে বিভাগে পড়েছে তা লিখুন।
মৌজা নির্বাচন:
আপনার নির্বাচিত এলাকার মৌজার নাম লিখুন।
জেলা নির্বাচন:
আপনার নির্ধারিত এলাকার জেলার নাম লিখুন।
জে এল নং:
আপনি কাঙ্খিত এলাকাটির জে এল নং লিখুন।
উপজেলা বা সার্কেল নির্বাচন:
উপজেলার নাম লিখুন।
খতিয়ান নং:
খতিয়ান নাম্বারটি লিখুন।
খতিয়ান নকল টাইপ:
আপনার খতিয়ানটি অনলাইন কপি চান নাকি সার্টিফাইড
অফিস:
কোন অফিস থেকে নিতে চান তা নির্বাচন করুন।
জাতীয় পরিচয়পত্র নং:
মালিকের জাতীয় পরিচয়পত্র নাম্বার দিন।
জন্ম তারিখ:
মালিকের জন্মতারিখ দিন।
যাচাই করুন:
যাচাই করুন এ ক্লিক করুন।
যদি যাচাই করুন এ ফলাফল সঠিক আসে তবে পরবর্তী ধাপে প্রবেশ করুন।
জাতীয় পরিচয়পত্র নাম্বার :
মালিকের জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখতে হবে।
ইমেইল
একটি ইমেইল ঠিকানা লিখতে হবে।
ঠিকানা
একটি ঠিকানা লিখতে হবে।
নাম (ইংরেজি)
ইংরেজি ভাষায় নাম লিখতে হবে।
মোবাইল নাম্বার
মোবাইল নাম্বার লিখে দিতে হবে।
যোগফল প্রদান
একটি যোগ অংক দেয়া থাকবে। যোগফল দিতে হবে।
পেমেন্ট মাধ্যম নির্বাচন
আপনি কোন মাধ্যমে পেমেন্ট দিতে চান তা নির্বাচন করতে হবে।
পরবর্তী ধাপ (পেমেন্ট করুন)
পেমেন্ট করার মাধ্যমে আপনার আবেদন সম্পন্ন হবে।
হটলাইন নাম্বার
আপনারা ভূমি সেবার হটলাইন নাম্বারে যোগাযোগ করে যেকোন তথ্য জানতে পারবেন। হট লাইন নাম্বার - 16122
এছাড়াও যেকোন তথ্যের জন্য এখানে কমেন্ট করতে পারেন।
Comments
Post a Comment