Skip to main content

Posts

Showing posts from 2020

ব্লগস্পটে গুগল এডসেন্স যোগ করুন।

মনে করি আপনার ব্লগস্পটে একটি ব্লগ আছে এবং আপনি নিয়মিত পোষ্ট করে যাচ্ছেন। ব্লগস্পটে গুগল এডসেন্স যোগ করে আপনার প্যাশন কে প্রফেশন এ পরিবর্তন করে নিন। প্রতিটি পেইজ ভিউয়ের জন্য আপনি গুগল থেকে ডলারের মাধ্যমে পেইড হবেন। এছাড়াও বিজ্ঞাপনে প্রতিটি ক্লিকের জন্যই আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। ব্লগস্পটে গুগল এডসেন্স যোগ করতে এই লিঙ্কে ((  www.google.com/adsense  )) প্রবেশ করুন। নিচের মতো আসবে। Sign Up Now এ ক্লিক করুন। নিচের মতো আসবে। Your website এর স্থানে আপনার ব্লগের ইউআরএল দিন।  Get More Out Of Adsense এ Yes এ ক্লিক করুন। Select your country তে Bangladesh সিলেক্ট করুন। Terms and conditions এ Yes, I have read and accept the agreement. এ মার্ক করুন। Creat account এ ক্লিক করুন। এবার আপনার ব্লগে ((  www.blogger.com  )) প্রবেশ করুন। Earnings এ ক্লিক করুন।  show ads on blog  এ Yes মার্ক করুন। নীচে তিনটি বক্স আসবে। Display ads below my posts and in the side bar Recommended এ ক্লিক করুন। save settings দিন। ব্যাস আপনার ব্লগে এডসেন্স যোগ হয়ে গেছে। এখন যত বেশি ভিজিটর তত বেশি ইনকাম।

ব্লগস্পটে কিভাবে পোস্ট দেয়?

ব্লগস্পট একটি জনপ্রিয় মাধ্যম। ব্লগ খোলার পর আপনার পোস্ট দেয়ার পালা। প্রথমে ব্লগে প্রবেশ করুন। নিচের মতো আসবে। New Post এ ক্লিক করুন। নিচের মতো আসবে। টাইটেলের স্থানে আপনার পোস্টের শিরোনাম লিখুন। নিচের বড় ঘরে আপনার পোস্ট লিখুন। লিংক যোগ করতে যে লিখার ভিতর লিংক দিবেন তাতে চাপ দিয়ে ধরে রাখুন। সিলেক্ট হয়ে গেলে উপরের লিংক লিখায় ক্লিক করুন। সেখানে যে পপ আপ বক্স আসবে সেখানে লিংক দিন। ওকে প্রেস করুন। ব্যাস লিংক দেয়া হয় গেল। ফটো যোগ করতে লিংক এর পাশে যে পিকচার উইন্ডো আছে তাতে ক্লিক করে পিকচার সিলেক্ট করুন। ট্যাগ যোগ করতে পাশে যে লেবেল অপসন আসবে সেখানে ক্লিক করে আপনার কি ওয়ার্ড লিখুন। পাবলিশ পোস্ট এ ক্লিক করে লিখাটি পাবলিশ করুন।

ব্লগস্পট এ ফ্রী তে ব্লগ খুলুন!

বর্তমান যোগ সোশ্যাল মিডিয়ার যোগ। এখানে সবাই ফেসবুক, টুইটার, ইন্সট্রাগ্রাম ব্যবহার করে। নিজের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য সবাই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর শীল হয়ে পড়েছে। তবে আপনার যদি নিজের একটি ব্লগ থাকে তাহলে কেমন হয়? ব্লগস্পটে ফ্রী তে ব্লগ খুলতে আপনার একটি জিমেইল একাউন্ট প্রয়োজন। জিমেইল একাউন্ট খুলতে  এই  এড্রেস এ যান।নিয়মাবলী অনুসরণ করে জিমেইল খুলুন। এবার ব্লগ খোলার পালা। ব্লগ খুলতে  এই  এড্রেস এ যান। এবার নিচের মত আসবে। Create your blog লিখায় ক্লিক করুন। এবার নিচের মত আসবে। ব্লগের নাম এর স্থানে ব্লগের নাম লিখুন। ব্লগের এড্রেস এর স্থানা একটি ইউনিক এড্রেস দিন। ( লক্ষ্য করুন, এখানে বেশির ভাগ এড্রেস নেয়া হয় গেছে। তাই যে এড্রেস এর সাথে টিকচিহ্ন ভাসবে সেটা দিন।) একটি থিম সিলেক্ট করুন। Creat blog এ ক্লিক করুন। ব্যাস আপনার ব্লগ খোলা হয়ে গেছে।

গুগল এডসেন্স ও বাংলা সাপোর্ট! গুগল এডসেন্স; অনলাইন থেকে আয় করুন সহজেই।

গুগল এডসেন্স বিশ্বের বিভিন্ন ভাষা সাপোর্ট করে আবার কিছু ভাষা সাপোর্ট করে না। ২০১৭ সাল পর্যন্ত গুগল এডসেন্স বাংলা ভাষা সাপোর্ট. করত না। ২০১৭ সালের শেষের দিকে গুগল এডসেন্স বাংলা সাপোর্ট করা শুরু করে। তাই এখন বাংলা ভাষায় ওয়েবসাইট এও গুগল এডসেন্স ব্যাবহার করা যাবে। গুগল এডসেন্স বাংলা ভাষা সাপোর্ট করে বুঝিয়ে দিয়েছে বাংলা একটি বিশ্বজনীন ভাষা। বিশ্বের অন্যতম ভাষা বাংলার সম্মান রক্ষা করে এর পরিপূর্ণ ব্যবহার করতে হবে আমাদের্। বাংলা ওয়েবসাইট নিয়ে আপনিও মেতে উঠুন এডসেন্স এর সাথে আর আপনার শখকে টাকায় পরিণত করে নিন।

গুগল এডসেন্স কোন ধরনের ডোমেইন সাপোর্ট করে? গুগল এডসেন্স; অনলাইন থেকে আয় করুন সহজেই।

গুগল এডসেন্স সকল পেইড ডোমেইন সাপোর্ট করে। যেমন .com. net .org ডোমেইন গুগল এডসেন্স সাপোর্ট করে। এই ডোমেইনগুলো টাকা দিয়ে কিনতে হয়। গুগল এডসেন্স কোন ফ্রী ডোমেইন সাপোর্ট করে না। যেমন .tk ডোমেইন ফ্রী পাওয়া যায়। এছাড়া .ga. ml সহ আরও অনেক ফ্রী ডোমেইন রয়েছে। এসব ডোমেইন এর ওয়েবসাইটে গুগল এডসেন্স ব্যবহার করা যাবে না। সাব ডোমেইন এর ক্ষেত্রে গুগলের নিজস্ব ব্লগ সাইট blogspot.com এর সাব ডোমেইন ব্যবহার করা যায়। কিন্তু WordPress.com এর মতো অন্যান্য সাব ডোমেইন এডসেন্স সাপোর্ট করে না। তাই ব্লগস্পট এর ফ্রী ডোমেইন দিয়েই শুধুমাত্র আপনি এডসেন্স ব্যবহার করতে পারবেন।

গুগল এডসেন্স কেমন ওয়েবসাইট সাপোর্ট করে? গুগল এডসেন্স; অনলাইন থেকে আয় করুন সহজেই।

গুগল এডসেন্স যেকোন ওয়েবসাইট যেমন ব্লগ, নিউজ সাইট, ডাউনলোড সাইট, সাপোর্ট করে। কিন্তু অবশ্যই বেশ কিছু লিখা ( যেমন ডেসক্রিপশন ) থাকতে হবে। সাইটে শুধু ছবি , ভিডিও বা এপ্লিকেশন থাকলে হবে না সাথে এর সম্বন্ধে কিছু লিখা থাকতে হবে। মনে রাখবেন , শুধু ছবি , ভিডিও বা এপলিকেশান এডসেন্স সাপোর্ট করে না। তাই এর সাথে কিছু ইউনিক লিখা ( অর্থাত্‍ নিজে থেকে লিখা ) পোস্ট করুন। তবেই আপনি এডসেন্স থেকে আয় করার ক্ষেত্রে সফলতা লাভ করতে পারবেন।

গুগল এডসেন্স ও কপিরাইট! গুগল এডসেন্স; অনলাইন থেকে আয় করুন সহজেই।

                               গুগল এডসেন্স এর কপিরাইট আইন খুবই গুরুত্বপূর্ণ। আপনার ওয়েবসাইট যদি কপি করা কন্টেন্ট বেশি থাকে তবে এডসেন্স এর কথা ভুলে যান। এমনকি একটি কপি করা পোস্ট ও আপনার এডসেন্স একাউন্ট কে নষ্ট করে দিতে পারে। তাই সবগুলো পোস্ট ই নিজের হতে হবে। মনে রাখবেন গুগল শুধুমাত্র আপনার শ্রম ও শখকে টাকায় পরিণত করার সু্যোগ দিচ্ছে। তাই অন্যের লিখা চুরি করে গুগল থেকে আয় করার কথা ভাববেন না। নিজে কষ্ট করে কিছু লিখুন ( সে যাই হোক না কেন!  ) আর তা পোস্ট করুন। আপনি বৈধ ভাবে টাকা উপার্জন করতে পারবেন। একসময় বাংলাদেশে কপি করা কন্টেন্ট এত বেড়ে গিয়েছিল আর অবৈধভাবে এডসেন্স ব্যবহৃত হত যে বাংলাদেশ থেকেই গুগল তাদের এডসেন্স পরিষেবা তুলে নিয়েছিল। তাই নিজে এসব করার আগে চিন্তা করবেন নিজের সাথে সাথে দেশের ক্ষতি করছি না তো?

এডসেন্স ও ভুয়া ক্লিক! গুগল এডসেন্স; অনলাইন থেকে আয় করুন সহজেই।

                                     গুগল মূলত প্রতিটি বৈধ ক্লিকের জন্য আপনাকে টাকা পরিশোধ করে। কিন্তু আপনি যদি মনে করেন নিজের ওয়েবসাইটের বিজ্ঞাপনে নিজেই ক্লিক করবেন এবং উপার্জন করবেন অথবা কাউকে দিয়ে ইচ্ছাকৃত ক্লিক নিয়ে নিবেন তাহলে তা ভুলে যান। কারন গুগল এর অ্যালগরিদম এমনভাবে তৈরী হয়েছে যে কোনটা বৈধ ক্লিক আর কোনটা অবৈধ ক্লিক তা গুগল বুঝতে পারে। গুগল যদি বুঝত পারে যে আপনি ভূয়া ক্লিক নিচ্ছেন তবে আপনার এডসেন্স একাউন্ট ব্যান করে দিবে।একসময় বাংলাদেশে ভূয়া ক্লিকের পরিমাণ এতই বেড়ে গিয়েছিল যে গুগল বাংলাদেশ থেকেই এডসেন্স সেবা তুলে নিয়েছিল। তাই ভূয়া ক্লিক করে নিজের ও নিজ জাতির ক্ষতি করবেন না আশা করি।

• গুগল এডসেন্স থেকে আয় কিভাবে হয়? গুগল এডসেন্স; অনলাইন থেকে আয় করুন সহজেই।

                       গুগল এডসেন্স এর বিভিন্ন বিজ্ঞাপনে ভিজিটররা ক্লিক করলে আপনি আয় করতে পারবেন। সাধারণত প্রতি ক্লিকের মাধ্যমে আপনি ০.০১ থেকে ০.০৩ ডলার পর্যন্ত আয় করতে পারবেন। বিভিন্ন দেশের ভিজিটরদের ক্লিকের উপর নির্ভর করে এই টাকার পরিমাণ আরও কম বেশি হতে পারে। সাধারণত আমেরিকা বা ইউরোপ এর ভিজিটরদের মাধ্যমে আয় বেশি হয়। তাই এসব বিষয় মাথায় রেখে কাজ করতে হয়।

গুগল এডসেন্স কি? গুগল এডসেন্স; অনলাইন থেকে আয় করুন সহজেই।

• গুগল এডসেন্স কি? গুগল এর বিভিন্ন সেবার মধ্যে  গুগল এডসেন্স  হল গুগলের বিজ্ঞাপন সেবা। এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শন করে সহজেই আয় করতে পারবেন। গুগল মূলত আপনার ব্লগ বা ওয়েবসাইটে বিভিন্ন বিজ্ঞাপন প্রদর্শন করবে যাতে আপনি আয় করতে পারবেন। এটি মূলত আপনার ওয়েবসাইটের জনপ্রিয়তার ওপর নির্ভর করে। যত বেশি ভিজিটর বিজ্ঞাপন এ ক্লিক করবে আপনার আয়ও তত বেশী হবে। আপনার শখের ওয়েবসাইট থেকে আপনি  এর মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন।

যেসব খাবার মৃত্যু ডেকে আনে।

পানি পানি পান করা ভাল। তবে কথায় আছে বেশি ভাল ভাল নয়। দিনে ৬ লিটারের বেশি পানি পান আপনার মৃত্যুর কারণ হতে পারে। আপনার ওজন যদি ৭৫ কেজির কাছাকাছি বা ৭৪.৮ কেজি হয় তবে নিয়মিত ৬ লিটারের বেশী পানি পান আপনার মৃত্যু ঘটার কারণ হবে। কফি  দিনে ৭২ কাপের বেশি কফি আপনার মৃত্যুর কারণ হতে পারে। আপনার ওজন ১৪৫ পাউন্ড হলে দিনে ৭০ কাপ কফি আপনার মৃত্যু ডেকে আনবে। ঘন্টায় ৩ কাপ হিসাবে ২৪ ঘন্টায় ৭২ কাপ কফি খেলে বেচে থাকা অসম্ভব। কফিতে থাকে ক্যাফেইন , যা অতিরিক্ত সেবনে বুক ধরফর করা থেকে হার্ট  অ্যাটাক হতে পারে। চকলেট থিওব্রোমাইন নামক বিষাক্ত পদার্থ থাকে চকলেট বার এ। কোকোয়ার বীজ থেকে তৈরী হয় চকলেট। কোকোয়া’ র বীজে থাকে থিওব্রোমাইন অ্যালকালয়েড যা ছোট পশুপাখিও মেরে ফেলতে পারে। মানুষের অসাধারণ হজমক্ষমতা থাকায় মানুষ বেচে যায়। কিন্তু একসাথে ৮৫ টি চকলেট বার আপনার মৃত্যু ঘটায়! আপেল অবাক হচ্ছেন?  আপেলের মধ্যে থাকা বীজ দেহে হাইড্রোজেন সায়ানাইড উত্‍পন্ন করে। একসাথে ২২ টি আপেলের বীজ আপনার মৃত্যুর কারণ হতে পারে।