Skip to main content

Posts

Showing posts from January, 2022

ই-পর্চা - অনলাইনে উত্তলন করুন জমির পর্চা খতিয়ান eporcha.gov.bd ভূমি মন্ত্রণালয়-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ভূমি মন্ত্রনালয়ের সাম্প্রতিক প্রকাশিত ওয়েবসাইট   www.eporcha.gov.bd থেকে জেনে নিতে পারবেন ভূমি সংক্রান্ত যেকোন তথ্য। ভূমি সংক্রান্ত যেকোন সেবা অনলাইনেই গ্রহণ করা সম্ভব। অনলাইনে সেবা গ্রহণ করতে দালাল বা মধ্যস্থতাকারীর প্রয়োজন পড়ে না ফলে দীর্ঘসূত্রিতা নেই।  সিএস, এস এ, আরএস ও পর্চা, খতিয়ান দেখতে পারবেন ও খতিয়ানের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। খতিয়ানের সার্টিফাইড কপিও উত্তোলন করতে পারবেন।  অনলাইনে জমির মালিকানা যাচাই অনলাইনে জমির মালিকানা যাচাই করা জমি ক্রয় করা ইচ্ছুক ব্যক্তিদের জন্য অনেক সহজ করে দিয়েছে। এতে করে প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যায়। মোবাইল কিংবা পিসিতে দাগ নাম্বার দিলেই কিংবা খতিয়ান নাম্বার  টাইপ করেই জমির মালিকদের নাম দেখা যাবে। এজন্য ব্রাউজারে গিয়ে টাইপ করুন  www.eporcha.gov.bd এরপর নিচের মতো পৃষ্ঠা আসবে। অথবা উপরের খতিয়ান অনুসন্ধান কিংবা নাগরিক কর্নার বাটনে ক্লিক করেও পৃষ্ঠাটি আনতে পারেন। এরপর নিয়ম অনুযায়ী ঘরগুলো পূৰ্ণ করুন। কিভাবে করবেন তা নীচে দেখিয়ে দেয়া হলো। বিভাগ নির্বাচন:   এই অপশনে আপনার বিভাগের নাম দিন। আপনি যেই এলাকায় জমি কিনতে চান বা জমির পর্চা খতিয়ান দেখতে চান