এইটা আসলে ভিজিটর এর পরিমান এর উপর নির্ভর না. কারণ ভিজিটর কম কিন্তু কনভার্শন রেট বেশি, বা ভিজিটর বেশি কনভার্শন রেট কম এমন হতে পারে. মূলত আপনার কন্টেন্ট, সাইট এর Ranking, কোন ধরণের প্রোডাক্টস নিয়ে কাজ করতেছেন এইসব এর উপরে নির্ভর.
তাও একটা হিসাব বলি বোঝানোর জন্য. আনুমানিক, ধরেন ভিজিটর প্রতিদিন আপনার ১০০০ এর আশে পাশে হয়. কনভার্শন রেট ৩ শতাংশ. এতে আপনার প্রায় ৩০+/- পণ্য বিক্রি হচ্ছে, এভারেজ ১০০০ ডলার এর . কমিশন ৩ শতাংশ ধরলাম, তাহলে ৩০ ডলার প্রতিদিন পেতে পারেন. আর বাউন্টির হিসাব আলাদা, এতগুলো ভিজিটর থাকলে মোটামুটি ৩-৪ দিন এ ১-২টা বাউন্টি পাওয়া যায় নিজের একাউন্ট এ যা যা দেখছি আর কি. এতে আরো এক্সট্রা কিছু ডলার আসবে.
উপরের ব্যাপারটা শুধু আপনাকে ধারণা দিতে বললাম, ওই হিসাবের সাথে বাস্তবের মিল কম ই পাওয়া যায়, বা বেশি পাওয়া যায়।
Comments
Post a Comment