Rich হবার একটা স্বপ্ন দেখতে চান? তবে পুরো লেখাটা পড়ুন!
Pi Network একদম Bitcoin এর মতোই একটা cryptocurrency. পার্থক্য একটাই Pi এর এখনো মাইনিং (earning) চলছে এটা এখনো মার্কেটে লঞ্চ হয়নি। এবং Pi এর এই মাইনিং চলতে থাকবে ২০২১ সালের ডিসেম্বর মাস পর্যন্ত এবং এটি বাজারে লেনদেন হওয়া শুরু হবে ২০২২ সালের জানুয়ারি থেকে।
(যারা অ্যাকাউন্ট করবেন অবশ্যই আমাকে নক দিবেন। তা না হলে মাইনিং চালিয়ে গেলেও কিছু ভুলের কারণে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না)
আজকের বাজারে ১ বিটকয়েন সমান ৫০ লাখ টাকা হলে ও পাই এর দাম কত সেটা এখনো অজানা। পাই এর মূল্য টা শুধু মাত্র নেক্সট জানুয়ারি মাসে পাই লঞ্চ হবার পরই জানা যাবে। (estimated price 10-20$ in next year) তবে পাই এর বেশ ভালো একটা প্রাইস নিয়ে মার্কেটে আসার সম্ভাবনা রয়েছে কেননা পাই নেটওয়ার্ক টোটালি ব্লক চেইন নির্ভর একটা ক্রিপ্টোকারেন্সি।
২০১৯ মার্চ মাসে Pi Network এর জন্ম।
মূলত এই Pi Network প্রজেক্টটা ডেভেলপ করেছে Stanford এর চারজন গ্র্যাজুয়েট। Pi ই পৃথিবীর প্রথম crypto যেটা মোবাইল দিয়েই খুব সহজে মাইনিং করা যায়। Pi এর একটা motto হলো, Mining crypto is hard and investing in crypto is risky. So Pi is making it easy.
Bitcoin যখন আমাদের চোখের সামনে দিয়ে চলে যায় আমরা তখন Crypto Currency চিনতাম না। আর আজকে সেই বিটকয়েনের দাম 1BTC = 50 lacs taka.
সো চোখের সামনে দিয়ে Pi ও যেনো আবার চলে না যায়। আমি ইতোমধ্যে মাইনিং শুরু করেছি, তাই ভাবলাম আপনাদের ও তথ্যটা জানিয়ে দেই, যদি কেও ছক্কা মেরে দিতে পারে।
Pi Network এ মাইনিং করতে হলে শুরুতে আপনাকে আপনার ফোনে Pi Network এর apps টা ইন্সটল করতে হবে।
যদি ডাউনলোড শেষ হয় তবে প্রথমেই আপনার ফোন নাম্বার দিয়ে সাইন আপ করে নিন। তারপর নিজের নাম লিখুন একদম NID বা Passport এ যা আছে তা।(very very important) তারপর user id যা মন চাই কিছু একটা লিখুন। এবার পরের পেজে গেলে আপনার লাগবে একটা invitation code. এই কোড টা ছাড়া আপনি কোন ভাবেই মাইন শুরু করতে পারবেন না। কারণ Pi টা পৃথিবীতে ছড়াচ্ছে এই নেটওয়ার্কিং সিস্টেম টা ব্যাবহার করেই।
এরপর আপনাকে Pi এপ্স এর ভিতর একটা ট্যুর দিবে, নেক্সট নেক্সট দিয়ে কেটে দিন। এবার খেয়াল করে দেখুন আপনার Pi interface এর ডান পাশে একটা সবুজ Tap Button দেখা যাচ্ছে, আপনি সিম্পলি একটা Tap করে দিন মানে একবার টাচ করুন। এবার খেয়াল করুন আপনার Tap এর জায়গায় লিখা 0.12 π/h, এর মানে আপনি প্রতি এক ঘন্টায় 0.12 π মাইন করা শুরু করে দিয়েছেন। এবং উপরে তাকালেই দেখতে পাবেন আপনার একাউন্টে pi generate হচ্ছে।
দুইটা জিনিস আপনার না জানলেই নয়
১) এই যে Tap করলেন, এই একটা Tap এ আপনার একাউন্টে পরবর্তী ২৪ ঘন্টা অটোমেটিক মাইন হতেই থাকবে। তবে ২৪ ঘন্টা পর আপনাকে আবারো একবার আপনার এপ্স এ ঢুকে Tap দিয়ে আসতে হবে। এভাবেই প্রতি ২৪ ঘন্টার সাইকেলে আপনি মাইন করতে পারবেন। জাস্ট একটা Tap আর কিচ্ছু না।
২) আপনি চাইলে আপনার একটা টিম ও বানাতে পারবেন। কাজটা খুব সহজ। আপনার পরিচিত মানুষদের পাই ইন্সটল করতে বলুন আর তাদেরকে সিম্পলি আপনার User ID টা Invitation Code হিসেবে ব্যাবহার করতে বলুন।
টিম বানাতে পারলে আপনার মাইনিং রেট কয়েক গুণ বেড়ে যাবে। 😀
সব শেষে আবারো বলছি, ডিসেম্বর এর পর আর মাইন করতে পারবেন না। কারণ জানুয়ারী থেকে এটা মার্কেটে ট্রেড শুরু হবে। সো বিটকয়েন তো মিস হয়েই গেছে পাই টা ও ছেড়ে দিবেন?
আপনি যদি সিরিয়াস হয়ে থাকেন মাইনিং এর বিষয়ে তাহলেই শুধু অ্যাকাউন্টটি খুলবেন। অ্যাকাউন্ট খোলার পূর্বে পেইজে নক দিবেন। আমি সব বুঝিয়ে দিব। কারণ কিছু ভুলের জন্য আপনি মাইনিং চালিয়ে গেলেও কয়েন উইথড্র করতে পারবেন না। সঠিকভাবে নাম সাবমিট করা, ফোন নাম্বার এবং ইমেইল ভেরিফাই করা এবং পাই ওয়ালেট ক্রিয়েট করা শিখিয়ে দিব যেটা ছাড়া আপনি কয়েক ইউথড্র করতে পারবেন না।
কোন কাজ করতে হয়না এবং কোন ইনভেস্ট নেই ( এবং এটি হারাম নয় - সে বিষয়ে গবেষনা করে দেখেছি) তাহলে বলা যায় হারানোর কিছু নেই কিন্তু পাওয়ার আছে অনেক কিছু।
দয়া করে ইগনোর কইরেন না। পরে আফসুস করবেন 😊 এত কষ্ট করে পোস্ট টা পড়ার জন্য ধন্যবাদ 😊
Comments
Post a Comment