পানি
পানি পান করা ভাল। তবে কথায় আছে বেশি ভাল ভাল নয়। দিনে ৬ লিটারের বেশি পানি পান আপনার মৃত্যুর কারণ হতে পারে। আপনার ওজন যদি ৭৫ কেজির কাছাকাছি বা ৭৪.৮ কেজি হয় তবে নিয়মিত ৬ লিটারের বেশী পানি পান আপনার মৃত্যু ঘটার কারণ হবে।
কফি
দিনে ৭২ কাপের বেশি কফি আপনার মৃত্যুর কারণ হতে পারে। আপনার ওজন ১৪৫ পাউন্ড হলে দিনে ৭০ কাপ কফি আপনার মৃত্যু ডেকে আনবে। ঘন্টায় ৩ কাপ হিসাবে ২৪ ঘন্টায় ৭২ কাপ কফি খেলে বেচে থাকা অসম্ভব। কফিতে থাকে ক্যাফেইন , যা অতিরিক্ত সেবনে বুক ধরফর করা থেকে হার্ট অ্যাটাক হতে পারে।
চকলেট
থিওব্রোমাইন নামক বিষাক্ত পদার্থ থাকে চকলেট বার এ। কোকোয়ার বীজ থেকে তৈরী হয় চকলেট। কোকোয়া’ র বীজে থাকে থিওব্রোমাইন অ্যালকালয়েড যা ছোট পশুপাখিও মেরে ফেলতে পারে। মানুষের অসাধারণ হজমক্ষমতা থাকায় মানুষ বেচে যায়। কিন্তু একসাথে ৮৫ টি চকলেট বার আপনার মৃত্যু ঘটায়!
আপেল
অবাক হচ্ছেন? আপেলের মধ্যে থাকা বীজ দেহে হাইড্রোজেন সায়ানাইড উত্পন্ন করে। একসাথে ২২ টি আপেলের বীজ আপনার মৃত্যুর কারণ হতে পারে।
Comments
Post a Comment