গুগল এডসেন্স এর কপিরাইট আইন খুবই গুরুত্বপূর্ণ। আপনার ওয়েবসাইট যদি কপি করা কন্টেন্ট বেশি থাকে তবে এডসেন্স এর কথা ভুলে যান। এমনকি একটি কপি করা পোস্ট ও আপনার এডসেন্স একাউন্ট কে নষ্ট করে দিতে পারে। তাই সবগুলো পোস্ট ই নিজের হতে হবে।
মনে রাখবেন গুগল শুধুমাত্র আপনার শ্রম ও শখকে টাকায় পরিণত করার সু্যোগ দিচ্ছে। তাই অন্যের লিখা চুরি করে গুগল থেকে আয় করার কথা ভাববেন না। নিজে কষ্ট করে কিছু লিখুন ( সে যাই হোক না কেন! ) আর তা পোস্ট করুন। আপনি বৈধ ভাবে টাকা উপার্জন করতে পারবেন।
একসময় বাংলাদেশে কপি করা কন্টেন্ট এত বেড়ে গিয়েছিল আর অবৈধভাবে এডসেন্স ব্যবহৃত হত যে বাংলাদেশ থেকেই গুগল তাদের এডসেন্স পরিষেবা তুলে নিয়েছিল। তাই নিজে এসব করার আগে চিন্তা করবেন নিজের সাথে সাথে দেশের ক্ষতি করছি না তো?
Comments
Post a Comment