গুগল এডসেন্স যেকোন ওয়েবসাইট যেমন ব্লগ, নিউজ সাইট, ডাউনলোড সাইট, সাপোর্ট করে। কিন্তু অবশ্যই বেশ কিছু লিখা ( যেমন ডেসক্রিপশন ) থাকতে হবে। সাইটে শুধু ছবি , ভিডিও বা এপ্লিকেশন থাকলে হবে না সাথে এর সম্বন্ধে কিছু লিখা থাকতে হবে।
মনে রাখবেন , শুধু ছবি , ভিডিও বা এপলিকেশান এডসেন্স সাপোর্ট করে না। তাই এর সাথে কিছু ইউনিক লিখা ( অর্থাত্ নিজে থেকে লিখা ) পোস্ট করুন। তবেই আপনি এডসেন্স থেকে আয় করার ক্ষেত্রে সফলতা লাভ করতে পারবেন।
Comments
Post a Comment