গুগল এডসেন্স বিশ্বের বিভিন্ন ভাষা সাপোর্ট করে আবার কিছু ভাষা সাপোর্ট করে না। ২০১৭ সাল পর্যন্ত গুগল এডসেন্স বাংলা ভাষা সাপোর্ট. করত না। ২০১৭ সালের শেষের দিকে গুগল এডসেন্স বাংলা সাপোর্ট করা শুরু করে। তাই এখন বাংলা ভাষায় ওয়েবসাইট এও গুগল এডসেন্স ব্যাবহার করা যাবে।
গুগল এডসেন্স বাংলা ভাষা সাপোর্ট করে বুঝিয়ে দিয়েছে বাংলা একটি বিশ্বজনীন ভাষা। বিশ্বের অন্যতম ভাষা বাংলার সম্মান রক্ষা করে এর পরিপূর্ণ ব্যবহার করতে হবে আমাদের্। বাংলা ওয়েবসাইট নিয়ে আপনিও মেতে উঠুন এডসেন্স এর সাথে আর আপনার শখকে টাকায় পরিণত করে নিন।
Comments
Post a Comment