গুগল এডসেন্স সকল পেইড ডোমেইন সাপোর্ট করে। যেমন .com. net .org ডোমেইন গুগল এডসেন্স সাপোর্ট করে। এই ডোমেইনগুলো টাকা দিয়ে কিনতে হয়।
গুগল এডসেন্স কোন ফ্রী ডোমেইন সাপোর্ট করে না। যেমন .tk ডোমেইন ফ্রী পাওয়া যায়। এছাড়া .ga. ml সহ আরও অনেক ফ্রী ডোমেইন রয়েছে। এসব ডোমেইন এর ওয়েবসাইটে গুগল এডসেন্স ব্যবহার করা যাবে না।
সাব ডোমেইন এর ক্ষেত্রে গুগলের নিজস্ব ব্লগ সাইট blogspot.com এর সাব ডোমেইন ব্যবহার করা যায়। কিন্তু WordPress.com এর মতো অন্যান্য সাব ডোমেইন এডসেন্স সাপোর্ট করে না। তাই ব্লগস্পট এর ফ্রী ডোমেইন দিয়েই শুধুমাত্র আপনি এডসেন্স ব্যবহার করতে পারবেন।
Comments
Post a Comment