বর্তমান যোগ সোশ্যাল মিডিয়ার যোগ। এখানে সবাই ফেসবুক, টুইটার, ইন্সট্রাগ্রাম ব্যবহার করে। নিজের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য সবাই সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর শীল হয়ে পড়েছে। তবে আপনার যদি নিজের একটি ব্লগ থাকে তাহলে কেমন হয়?
ব্লগস্পটে ফ্রী তে ব্লগ খুলতে আপনার একটি জিমেইল একাউন্ট প্রয়োজন। জিমেইল একাউন্ট খুলতে এই এড্রেস এ যান।নিয়মাবলী অনুসরণ করে জিমেইল খুলুন।
এবার ব্লগ খোলার পালা। ব্লগ খুলতে এই এড্রেস এ যান। এবার নিচের মত আসবে।
Create your blog লিখায় ক্লিক করুন। এবার নিচের মত আসবে।
ব্লগের নাম এর স্থানে ব্লগের নাম লিখুন।
ব্লগের এড্রেস এর স্থানা একটি ইউনিক এড্রেস দিন। ( লক্ষ্য করুন, এখানে বেশির ভাগ এড্রেস নেয়া হয় গেছে। তাই যে এড্রেস এর সাথে টিকচিহ্ন ভাসবে সেটা দিন।)
একটি থিম সিলেক্ট করুন।
Creat blog এ ক্লিক করুন।
ব্যাস আপনার ব্লগ খোলা হয়ে গেছে।
Comments
Post a Comment