গুগল মূলত প্রতিটি বৈধ ক্লিকের জন্য আপনাকে টাকা পরিশোধ করে। কিন্তু আপনি যদি মনে করেন নিজের ওয়েবসাইটের বিজ্ঞাপনে নিজেই ক্লিক করবেন এবং উপার্জন করবেন অথবা কাউকে দিয়ে ইচ্ছাকৃত ক্লিক নিয়ে নিবেন তাহলে তা ভুলে যান। কারন গুগল এর অ্যালগরিদম এমনভাবে তৈরী হয়েছে যে কোনটা বৈধ ক্লিক আর কোনটা অবৈধ ক্লিক তা গুগল বুঝতে পারে।
গুগল যদি বুঝত পারে যে আপনি ভূয়া ক্লিক নিচ্ছেন তবে আপনার এডসেন্স একাউন্ট ব্যান করে দিবে।একসময় বাংলাদেশে ভূয়া ক্লিকের পরিমাণ এতই বেড়ে গিয়েছিল যে গুগল বাংলাদেশ থেকেই এডসেন্স সেবা তুলে নিয়েছিল। তাই ভূয়া ক্লিক করে নিজের ও নিজ জাতির ক্ষতি করবেন না আশা করি।
Comments
Post a Comment